একটু কঠিন কথা বলি। কিছু মনে নিয়েন না। ধরেন, আমার পা নাই। এখন আমার ইচ্ছা আমি ফুটবল খেলে বিশ্ব জয় করবো। মাঠে নামলাম। অনেক অধ্যাবসায়, চেষ্টা, সাধনা। সম্ভব? আসলেই কি সম্ভব?
এসমস্ত আজগুবী জিনিষ এক জায়গাতে সম্ভব পাবেন আপনি। বলিউডের মুভিতে। সেদেশের মানুষ এগুলো কেনো খায়, তারা জানে। হলিউডে এতো আজগুবী জিনিষ পাবেন না।
কথা হলো কি—বেসিক ব্যাপারগুলো ঠিক না থাকলে অহেতুক যে কোনো অর্জন বা টার্গেট করা যৌক্তিক না। তাই কিছু অর্জন করতে চাইলে বেসিক শক্ত করুন। ঘুম থেকে উঠে বাংলা সিনেমার জসিমের মতো বড়লোক হওয়া যায় না, ভাই।