(+880) 1711-703703

Student's Inquiries

[email protected]

Get in touch

🎯 মনের স্বাস্থ্যকে রিচার্জ করুন, পরিবারকে সময় দিয়ে

🕰️ সময়ের অভাবে কি নিজের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন?

⏰সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততায় আমরা প্রায়ই নিজেদের এবং প্রিয়জনদের উপেক্ষা করে থাকি

👉জানেন কি? পরিবারের সঙ্গে সময় কাটানো হতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে শক্তিশালী থেরাপি!

একটা ছোট্ট গল্প বলি—রুবেল নামের এক তরুণ পেশাজীবী, যিনি দিনের বেশিরভাগ সময় অফিসে কাটিয়ে বাড়ি ফিরতেন ক্লান্ত আর বিরক্ত হয়ে। একদিন তার ছোট ছেলে তাকে বলল, “বাবা, তুমি সারাদিন কাজ করো, আমাদের সঙ্গে খেলো না কেন?” ছেলের কথায় তার চোখ খুলে গেল। সেদিন থেকে রুবেল প্রতিদিন কাজ শেষে অন্তত এক ঘণ্টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয়।

তারপর? রুবেল দেখতে পেল, তার কাজের চাপ কমে গেছে, মন হয়ে উঠেছে আরও ফ্রেশ, এবং পরিবারের সঙ্গে বন্ধন হয়েছে আরও মজবুত।

🔰 পরিবারের সঙ্গে সময় কাটানোর উপকারিতা 👇👇👇

✔️ মানসিক চাপ কমায়।

✔️ সম্পর্ক গভীর করে।

✔️ জীবনে নতুন শক্তি এনে দেয়।

✔️ কাজের প্রতি আগ্রহ বাড়ায়।

তো, আজ থেকেই কাজের মাঝেই বিরতি নিয়ে পরিবারের সঙ্গে গল্প করুন, একসঙ্গে খেলুন, বা এক কাপ চা পান করুন। দেখবেন, জীবন আরও সহজ আর সুন্দর হয়ে উঠেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Book An Appointment