অর্থনৈতিক বানী দিয়ে যাই কিছু, মিললে দোয়া কইরেন।
অর্থপ্রবাহ বাড়ার ফলে ব্যবসা ভালো হবে। তাই আশা করি গত দুই মাসের কষ্ট কিছুটা কমবে। চাকরি বাড়বে, এটা এখন স্বাভাবিক। লেগে থাকুন। তবে জিনিসের দাম বাড়বে। সেটার সাথে খাপ খাওয়ানো মুশকিল। ইভ্যালী টাইপ হাইপ থেকে দূরে থাইকেন।
আর এদেশে বেশ বড় ধাক্কার নাম হলো, রোজা। রোজায় এদেশের অর্থনীতি স্থবির থাকে। শপিং বাদে অন্য সেক্টরগুলো চুপ হয়ে যায়। সেক্ষেত্রে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত একটু চুপ থাকবে।
এবারের বানিজ্যমেলা কেমন যায়, সেটাও দেখার বিষয়। সাথেই থাকুন। হ্যাপী ফাইনান্স!