Empower Minds

যারা আমাকে ফলো করেন, আমার কথা ভালো লাগে—তাঁদের জন্য। 12th Fail মুভিটা যদি দেখেন-ও, এটা ভালো মনে করতে যেয়েন না। এই সমাজে শ্রদ্ধা নাই। এই সমাজে আগে টাকা, এরপরে শ্রদ্ধা। আর সাফল্যের মাপকাঠি কখনোই বিসিএস না।


প্রতি বছর হাজার হাজার বিসিএসে অকৃতকার্য ছেলেমেয়েরা যখন পরিবার আর সমাজের সাথে যুদ্ধ করে। বঞ্ছনার স্বীকার হওয়ার পরেও সংগ্রাম করে একদিন সফল হয়—সেটাই সফলতা। আর তার সেই গ্লানিমাখা যুদ্ধের সময় যে আটপৌরে মেয়ে বা বোকা ছেলেটা থাকে, সে-ই শ্রদ্ধা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *