স্কুল কলেজে স্যারেরা বলতেন, যেভাবে ছোট থাকতে পড়বা, বড় হয়ে তেমন সফল হবা। কথা তো সত্যি। বেসিক ভালো না হলে পরে ভালো করা কঠিন। তাই না? বড় হয়ে খেয়াল হলো, এখন parts of speech পড়ি। তাই কি আর হয়?
তেমনি একটা কথা হলো বিয়ের প্রথম এক দশক। ওয়ান টু থ্রি করে মেট্রিক পাশ। এটা ভালোভাবে করলেন না। বৌ পেটালেন। আবার বরকে গালি দিলেন। তোর মা খারাপ। এরপরে বুড়ো হয়ে মনে হলো, দাম্পত্য-কে মধুময় করি। বুড়ো বয়সে সেই চপলতা থাকে না। হানিনাট খেয়ে-ও লাভ হবে না।
দাম্পত্যের শুরুতেই এর যত্ন নিন। পাগল-পাগল যত্ন। দেখবেন বুড়ো বয়সে কি মিস করতেছেন একজন আরেকজনে-কে! সামনের তিনদিন ছুটি। হ্যাপি ফ্যামিলি লাইফ!