ব্রেকাপ হয়েছে। এখন কি করবেন? অনেকে বলবেন। ভুলে যান। হুম্ম। ঠিকই আছে। ভুলে যেতেই হবে। কিন্তু চাইলেই কি ভোলা যায়? জোর করে ভোলা যায়?
প্রেসার কুকারের কথা বলেছিলাম। আমরা কি করি? ছিপি-টা খুলে দিই। যেনো তীব্র ভাপ-টা বেরিয়ে যেতে পারে। এটা না করলে কিন্তু exhausted হয়ে যাবে। তাই কিছু গ্যাস বেরিয়ে যাওয়া দরকার।
তেমনি, ব্রেকাপের পর অন্য কারো সাথে শেয়ার করুন। নিজেকে হালকা করুন। কান্না আসলে কাঁদবেন। ফ্রেশ লাগবে। এবার? Move on!