Empower Minds

Articles

ধারাবাহিকতা

ক্যারিয়ারে ভালো করার বড় শর্ত হলো, ধারাবাহিকতা। সাথে, নিজেকে ডিটারমাইন্ড রাখা। হ্যাঁ, পারা কঠিন। আমাদের জেদ আসে। দুইদিন পর তা আবার আগের জায়গায় চলে যায়। অনেক কারনেই পারি না ধরে রাখতে।

আপনার মুড সুইং। আপনার ফ্যামিলি সমস্যা। আপনার মেন্টালি প্রবলেম। সত্যি কথা হলো, এগুলো শোনার মতো দয়াটা কেউ দেখায় না। ইসলামে যেমন ইবাদতের কথা বলা আছে। যেটুকু করবেন, অল্প করলে-ও নিয়মিত করেন।
ক্যারিয়ার বা দক্ষতার ব্যাপার-টাও তাই। যা করবেন, রেগুলারিটি রাখবেন। হাল ছেঁড়ে দিয়েন না। অল্প করে হলে-ও চালিয়ে যান। পৌছে যাবেন ইনশাআল্লাহ্‌, ডেস্টিনেশানে।

Share

Similar News

Book An Appointment