Empower Minds

২০ বছর আগে লন্ডন ছিলাম। বেকটন থেকে অক্সফোর্ড স্ট্রিট যেতাম বাসে। মাইনাস টেম্পারেচার। হাতে কানটুপি, মানকি টুপি। হাতে নিয়ে বাসা থেকে বেরোতাম। শীতে জমে এমন অবস্থা—মুখে পড়া হতো না। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কাপতাম। যখন পড়তাম। কিছু পরেই বাসে উঠা। বাসে আবার হীটার। কিন্তু টুপি খোলা হতো না। জ্যামে বসে হিটারে সিদ্ধ হয়ে এক সময় খুলতাম। একটু পরেই বাস থামতো। নামতাম আবার ফ্রিজিং টেম্পারেচারে।


এবার মিলিয়ে ফেলুন আপনার জীবনের সাথে। কিছু একটা শিখতে চাচ্ছেন, আপনার বন্ধ বা ছুটিতে। প্ল্যান পরিকল্পনা পর্যন্ত-ই। অলসতায় হয়ে ওঠে না। যখন-ই অলসতা-টা কাটিয়ে উঠেছেন, ব্যস্ততা শুরু। ব্যস্ততায় শেখা একটু স্লো।

আবার যখন একটু জেদ করে শুরু করবেন। তখন হয়তো সেমিস্টার ফাইনাল। পারলেন না। এই শুরুর টাইমিং-টা জরুরী। দুনিয়া প্রতিযোগীতা মূলক হচ্ছে। অলসতা কাটিয়ে উঠুন। সামনে আগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *