আমাদের এই গ্রুপের দুইটা কি-ওয়ার্ড। ক্যারিয়ার আর ফাইনান্স। বলতে গেলে দুনিয়ার ছোট জীবন-টা এই দুই নিয়েই। তবে কি জানেন, এই দুইয়ের কন্ট্রোল হলো, মেন্টাল হেলথের কাছে। আর মেন্টাল হেলথের কন্ট্রোল হলো ফ্যামিলি আর ফ্রেন্ডস মিলিয়ে।
আপনি যাদের সাথে উঠাবসা করেন, তাঁদের আচরণ টক্সিক হয়ে গেলে—আপনার ক্যারিয়ার আর ফাইনান্সে এফেক্ট করবে। এগুলো আগে বহুবার বলেছি। চেষ্টা করবেন, টক্সিক মানুষদের এড়িয়ে চলতে। যাদের সহমর্মীতা আছে, তাঁদের সাথে মিশবেন। না পারলে প্রয়োজনে একা থাকুন। নিজের সময়টাকে, জীবন-টাকে নষ্ট করবেন না