আমার একজন জুনিয়র ফ্রেন্ড আছে। সে বললো, তার জন্য কোন ক্যারিয়ার স্যুট করবে। আমি বললাম, বিজনেস এনালিস্ট। ও আবার খুব প্যাচাইতে পারে। সেটা উচিৎ বটে। সে বললো, কেনো এই ক্যারিয়ার?
উত্তর-টা দিই। সে ম্যাথে খুব ভালো। ম্যাথ হলো তার শক্তি। তার এনালিটিকাল এবিলিটি ভালো। প্রেজেন্টেশান ভালো। ভিজুয়ালাইজেশান ভালো। এই গুলোই তার বিজনেস এনালিস্ট হবার পক্ষের যুক্তি। আমি দূর্বলতা বলার চেষ্টা না করি সাধারণত।
শনিবার যে ক্যারিয়ার ওয়েবিনার আছে, সেখানে এগুলো গুছিয়ে বলবো। সেখানে যারা ফর্ম ফিলাপ করেছেন—অর্ধেকই দেখতে পাচ্ছি, ক্যারিয়ার গাইড লাইন পেতে চাচ্ছেন। এটা গড়পড়তা বলা যাবে। সুন্দর করে বলা যায়, যদি আপনার শক্তির জায়গা আমার চেনা থাকে। শুভ কামনা।