সুন্দরী, ফর্সা, শিক্ষিত, নামাজি, আধুনিক, পর্দানশীল, লম্বা, স্লিম, স্বচ্ছল, স্মার্ট —আরো কত কি! কিন্তু, পাত্র? সেসবের উত্তর নেই! আরো শুনতে হবে। সাত চড়ে রা নাই। বুক ফাটে তো মুখ ফোটে না।
নতুন কথা হলোঃ
৭ দিন কাজ করতে হবে, হার্ড ওয়ার্কিং, টিম-লিডার, টেক-সেভি, অনেস্ট, লয়াল, ডেডিকেটেড, ৫ বছরের অভিজ্ঞতা, বয়স ২৭ এর নীচে, ইয়াং, হ্যান্ডসাম, স্কিল্ড। যদি জিজ্ঞেস করেন, বেতন? এই তো! স্টার্টিং-এ ১২। এক বছর পরে তো বাড়বেই।
মজার ব্যাপার হচ্ছে, ঐ বিয়েতে যেমন মেয়ে পাওয়া যাচ্ছে। তেমনি এখানে অনেক চাকরি করার লোক পাওয়া যাচ্ছে।