আজকে একজনার সাথে কথা হচ্ছে। আত্মহত্যা করবে। আমি বললাম, তুমি কেনো আত্মহত্যা করবা? যে তোমারে টর্চার করতেছে, তারে মারা যায়। সেটা না করো, এটলিস্ট নিজে মইরো না। Love Yourself.
যে জীবন তুমি উপহার হিসাবে পাইছো, সে জীবন তুমি শেষ করে দিবা কেনো? অনেক বুঝালাম। সে অবশ্য কতোটুকু শুনেছে, জানি না। নিজেই অনেক বললো। বলে হালকা হলেই হলো। সে বাঁচুক তো!
যাক গে, তাকে একটা কাজ দিলাম। বলতে পারেন, কি কাজ?