কুরআনে ৬৫ নাম্বার সূরার ৭ নাম্বার আয়াত পড়ে একটু ভাবলাম। সাধারণ অনুবাদ বা ব্যখ্যা করলে তো সহজ। বিস্তারিত ব্যখ্যার জন্য দিলাম একজন মুফতী সাহেবের কাছে।
মূলত তালাকের পরের কথা বলা হয়েছে। যদিও তালাক না হলে-ও সাধারণ অবস্থায়-ও একই কথা প্রযোজ্য। আপনার যা আছে, তাই দিয়ে চলুন। যার বেশী আছে তার চলা আর যার কম আছে তার—কখনোই এক হবে না।
কিন্তু আমরা অন্যের প্রাচুর্য্য দেখে হতাশ হয়ে যাই। আমার নাই কেনো? এই আয়াতের শেষে আল্লাহ্ দেয়ার আশা দিয়েছেন। সুতরাং হতাশ না হয়ে চেষ্টা করে যান।