Empower Minds

Articles

পরিবার-কে পাশে পাওয়া

পরিবার-কে পাশে রাখুন। জানি, ব্যাপার-টা সহজ না। পরিবারের অনেকেই অনেক কিছুই বুঝতে চায় না। কিন্তু দিনশেষে আপনার মনের বোঝা হালকা করার একটা বড় সুন্দর জায়গা হলো পরিবার। শহুরে ব্যস্ততা, সফলতার দৌড় আরো কতো কি—পরিবারকে দূরে সরিয়ে নিচ্ছে। অথচ নিজেকে মেন্টালি ঠিক রাখতে পরিবারকে পাশে পাওয়া জরুরী।


যাদের-ই কাউন্সেলিং করছি না কেনো—দেখতে পাচ্ছি একই ব্যাপার। পরিবারকে পাশে পেলে তারা ঠিকই শক্তি ফিরে পান। আর যারা পরিবারকে পাশে পান না, তারা আসলেই একা। আর বাইরের মানুষের কাছে নিজেকে মেলে ধরা – দিনশেষে অনেক কিছুই হারিয়ে দেয়।

Share

Similar News

Book An Appointment