আসেন অংক শিখি। ক্রেডিট কার্ড নিয়ে যেটা কিনা স্ট্যাটাস সিম্বলঃ
ধরা যাক, আপনার বেতন ৫০ হাজার টাকা। এটা ব্যাংকে ট্রান্সফার হয়। তখন আপনি ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট সহ কার্ড পাবেন। ভালো কথা, বউয়ের জন্য-ও একটা দেয়। বউকে দিলেন। সেও খুশী। আপনি-ও খুশী।
একদিন হঠাত আপনাদের বাসার ফ্রিজ নষ্ট। রিপেয়ারে চাচ্ছে ১০ হাজার টাকা। সেটা সেল করে দিলেন। আর নতুন একটা কিনলেন। ৬০ হাজার টাকা দিয়ে ক্রেডিট কার্ডের কিস্তি দিয়ে। মানে ব্যাংক আপনার টাকা দিয়ে দিবে। আপনি ৬ মাসে ১০ হাজার করে ব্যাংকে দিবেন। জীবন-টাই সুন্দর।
ঈদের আগে অফিসে খুব টাইট যাচ্ছে। কোনো এক ট্যুর কোম্পানী থেকে অফার এলো ৯০ হাজার টাকায় আপনি আর আপনার বউ সিঙ্গাপুর, ব্যাংকক ঘুরে আসতে পারবেন। সেটা আপনার না দিলেও চলবে। ক্রেডিট কার্ড থেকে দিবেন। মানে ব্যাংক দিয়ে দিবে। অর্থাৎ পরের ৬ মাসে ১৫ হাজার টাকা করে ব্যাংকে শোধ করবেন। কি সুন্দর দেখতে পাতায়া বিচ! ছবি তুলেই আপলোড ফেসবুকে! আহ কি শান্তি।
মাসে মাত্র ২৫ হাজার টাকা করে ব্যাংক-কে শোধ করা লাগে এখন। বেতনের বাকি থাকে ২৫। বাসায় মুখ গোমড়া করে থাকেন। অফিসে খিটিমিটি।
৩ মাসের মাথায় অফিসে লে-অফ হলো। মানে চাকরিটা গেলো। সাথে থাকলো প্রতিমাসে ২৫ হাজার টাকা শোধের তাড়না। অসুবিধা কি? ছবি দেখুন। ঝুলে পড়ুন। প্রতিটা ব্যাংকের কার্ড পেমেন্ট রিকভারি সেকশানে কিছু অমানুষ বসানো আছে। তাঁদের মুখের ভাষার চেয়ে ছবিটা সুন্দর। জীবন এরচেয়ে-ও সুন্দর।