মজার ব্যাপার কি জানেন? কষ্টের ব্যাপার কি জানেন? বাংলাদেশের সাধারণ মানুষ রাজনীতি সচেতন না। মোটেই না।
তাঁদের দৌড় ফেসবুক পর্যন্ত। ধরেন একজন মানুষের হাতে ১ কোটি টাকা ছিলো। বিজনেস করবে। বা জমি কিনবে। বা কোথাও বিনিয়োগ করবে। নির্বাচনের আগ পর্যন্ত ট্রোল করেছে রাজনীতি নিয়ে। ভোট শেষ। তার টাকা নড়াচড়া শুরু করেছে। অর্থপ্রবাহ যে দেশের জন্য কতো জরুরী আর ভয়ংকর সুন্দর, সেটা আগামী দুইমাসে বুঝবেন।
গেলো সপ্তাহের শেষ তিনদিন এদেশে আশাতীত মানি-ফ্লো হয়েছে। এতে সামনে কর্মসংস্থান বাড়বে। ব্যবসার পরিসর বাড়বে। তবে হ্যাঁ। হুডি মাথায় ঘুমালে এগুলো মিস করে যাবেন। যতো শীত-ই পড়ুক, উড়তে থাকা টাকা হাতে নিতে আপনাকে হাত লাগাতে হবে। আসুন কাজ করি। খেটে খাই।