Empower Minds

Articles

কতো যে চাহিদা

সুন্দরী, ফর্সা, শিক্ষিত, নামাজি, আধুনিক, পর্দানশীল, লম্বা, স্লিম, স্বচ্ছল, স্মার্ট —আরো কত কি! কিন্তু, পাত্র? সেসবের উত্তর নেই! আরো শুনতে হবে। সাত চড়ে রা নাই। বুক ফাটে তো মুখ ফোটে না।


নতুন কথা হলোঃ
৭ দিন কাজ করতে হবে, হার্ড ওয়ার্কিং, টিম-লিডার, টেক-সেভি, অনেস্ট, লয়াল, ডেডিকেটেড, ৫ বছরের অভিজ্ঞতা, বয়স ২৭ এর নীচে, ইয়াং, হ্যান্ডসাম, স্কিল্ড। যদি জিজ্ঞেস করেন, বেতন? এই তো! স্টার্টিং-এ ১২। এক বছর পরে তো বাড়বেই।


মজার ব্যাপার হচ্ছে, ঐ বিয়েতে যেমন মেয়ে পাওয়া যাচ্ছে। তেমনি এখানে অনেক চাকরি করার লোক পাওয়া যাচ্ছে।

Share

Similar News

Book An Appointment